Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০২৩

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প।

ক্রঃ নং

বিবরণ

প্রকল্পের নাম

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় সংশোধিত)

প্রকল্প পরিচালকের নাম

জনাব মোঃ জসীম উদ্দিন

ইমেইল: ssscht18@gmail.com

বাস্তবায়নকারী সংস্থা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

প্রকল্পের বাস্তবায়নকাল

১ এপ্রিল ২০১৮ হতে ৩০ জুন ২০২৩

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য:

  • পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও সুবিধেবঞ্চিত জনগোষ্ঠী বিশেষতঃ শিশু ও মা’দের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পানি ও পয়ঃব্যবস্থা এবং সুরক্ষা সম্পর্কিত মৌলিক সেবায় অভিগম্যতা বৃদ্ধি, সেবার মানসম্মত ব্যবহার ও ইতিবাচক আচরণিক পরিবর্তন আনয়নে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটানো।
  • উদ্দেশ্য:
  • তিন পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর ২,০৬,০০০ পরিবারের সকল শিশু, কিশোরকিশোরী ও নারীদের মৌলিক সেবায় অভিগম্যতা ও সেবার মানসম্মত ব্যবহার বৃদ্ধিকল্পে ৫,০০০ পাড়াকেন্দ্রের নেটওয়ার্ক স্থাপন করা।
  • ১,২০,০০০ শিশুকে প্রারম্ভিক বিকাশ ও প্রাক-শিক্ষা প্রদানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করা।
  • শিশুর সুস্বাস্থ্য, হাইজিন ও সুরক্ষা সংশ্লিষ্ট জীবনরক্ষাকারী আচরণ অনুশীলন বিষয়ে উদ্দিষ্ট ২,০৬,০০০ পরিবারকে অভ্যস্থ করানো।
  • ২,০৬,০০০ পরিবারের শিশু, কিশোরী ও নারীদের অণুপুষ্টির ঘাটতি হ্রাস।
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীভূক্ত ১২০০ শিক্ষার্থীকে ৪টি আবাসিক বিদ্যালয়ের মাধ্যমে বৃত্তিমূলক ও কারিগরী শিক্ষার সুযোগসহ প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান।
  • শিশু ও নারীর অবস্থা উন্নয়নে স্থানীয় পর্যায়ে উর্ধ্বমুখী পরিকল্পনা প্রণয়ন, সম্পদ সমাবেশীকরণ, অংশীদারিত্ব সৃজন ও কার্যকারীতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটির সক্ষমতা উন্নয়ন।
  • পার্বত্য চট্টগ্রামের সকল সামাজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথে কার্যকর সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে সর্বোত্তম ফলাফল অর্জন করা।

প্রকল্পের মোট উপকারভোগী

২,৪২,০০০ পরিবারের

অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশু- ৯৬,৩০০

৩-৬ বছর বয়সী শিশু- ৫৭,৭১৬

১০- ১৯ বছর বয়সী কিশোরী- ৭৫,০৩৭, কিশোর-৭৪,৭১৩

অনুর্ধ্ব ১৮ বছর বয়সী শিশু- ৪,২৫,২৬৬

১৫-৪৯ বয়সী নারী- ২,৮৯,৬৯৩

প্রকল্প এলাকা

ক) উপজেলা

খ) ইউনিয়ন

তিন পার্বত্য জেলার সকল উপজেলা (২৬টি) ও সকল ইউনিয়ন (১২২টি)

প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউনিসেফে দীর্ঘ চার দশক যাবৎ প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত শিশু ও নারীদের অবস্থার পরিবর্তনে যৌথ উন্নয়ন প্রচেষ্টার অংশীদার। ১৯৮২ হতে ১৯৮৫ সাল মেয়াদে ১১টি মৌজার মাত্র ৩০০০ পরিবারকে আওতাভূক্ত করে অ্যাকশন রিসার্চ কর্মসূচীর মাধ্যমে উক্ত যৌথ উন্নয়ন উদ্যেগের সূচনা। অ্যাকশন রিসার্চ কর্মসূচীর সফল বাস্তবায়নের প্রেক্ষাপটে পরবর্তীতে তিন পার্বত্য জেলার পশ্চাদপদ জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নে মৌলিক সেবাপ্রবাহে সংযুক্তির পাশাপাশি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরবর্তীতে অধিকতর মৌজা ও পরিবারকে অন্তর্ভূক্ত করে ‘সমন্বিত সমাজ উন্নয়ন’ শীর্ষক পূর্ণাঙ্গ প্রকল্প গ্রহণ করা হয় এবং এর মেয়াদকাল ছিল ১৯৮৫ হতে ১৯৯৫ সাল। বর্ণিত মেয়াদে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের নিম্নতম ইউনিট ছিল মৌজাভিত্তিক কমিউনিটি সেন্টার এবং একেকটি মৌজায় গড়ে ১২টি পাড়া বিদ্যমান। মৌজাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ভৌগোলিক কারণে দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পাড়াসমূহে বিক্ষিপ্তভাবে বসবাসকারী সুবিধাবঞ্চিত পরিবারের শিশু ও নারীদের প্রত্যাশিত পরিমাণে সেবাপ্রবাহের নেটওয়ার্কভূক্তিতে সৃষ্ট চ্যালেঞ্জ উত্তরণে উক্ত প্রকল্পের ২য় পর্যায়ে (১৯৯৬-২০১১) কৌশলগত পরিবর্তন সাধন এবং পাড়াকেন্দ্র নেটওয়ার্কের প্রবর্তন করা হয়।  ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প’র ৩য় পর্যায় (২০১২-২০১৮) এবং চলমান ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’ (২০১৮-২০২৩) উভয়তেই উক্ত পাড়াকেন্দ্রভিত্তিক সেবা প্রদান ব্যবস্থা অব্যাহত রাখা হয়। পূর্ববর্তী প্রকল্পের ধারাবাহিকতায় এসডিজির আলোকে বর্তমান প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এবং এতে প্রারম্ভিক শৈশব উন্নয়ন ও বিদ্যালয় প্রস্তুতিমূলক শিক্ষা, আবাসিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পানি ও পয়ঃব্যবস্থা উন্নয়ন, পুষ্টি উন্নয়ন, শিশু সুরক্ষা সেবা প্রদান ও অন্যান্য গুরত্বপূর্ণ সামাজিক ইস্যুসমূহে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচী অন্তর্ভুক্ত রয়েছে। এখন প্রকল্পের মাধ্যমে ৪৮০০ পাড়াকেন্দ্রে আড়াই লক্ষ উপকারভোগী পরিবার ও ৪টি আবাসিক বিদ্যালয়ে ১২০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রী সেবার আওতায় রয়েছে।

 

Images.pdf Images.pdf

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon