Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০২৩

চেয়ারম্যান মহোদয়ের জীবন বৃত্তান্ত

জনাব সুপ্রদীপ চাকমা (প্রাক্তন রাষ্ট্রদূত ও সচিব) ২৭ জুলাই ২০২৩ তারিখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে যোগদান করেন। বোর্ডে যোগদান করার পূর্বে তিনি ১৯৮৫ ব্যাচের বিসিএস (এফএ) এর সদস্য ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে প্রথম ফরেন সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীকালে সচিব পর্যায়ে প্রথম চাকমা হিসেবে অধিষ্ঠিত হন। দেশে-বিদেশে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরি করার পর সর্বশেষ মেক্সিকো সিটি, বাংলাদেশ রাষ্ট্রদূত পদ হতে ২০২১ সালে তিনি অবসর গ্রহণ করেন।

রাষ্ট্রদূত (প্রাক্তন) সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি খাগড়াছড়ি থেকে ১৯৭৭ সালে ম্যাট্রিকুলেশন; ১৯৭৯ সালে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে ১৯৮২ সালে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তাঁর দীর্ঘ কর্মজীবনে জনাব চাকমা মরক্কো (মালির সমবর্তী), শ্রীলঙ্কা (মালদ্বীপের সমবর্তী), বেলজিয়াম (সুইজারল্যান্ডের সমবর্তী) এবং তুরস্কে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত ভিয়েতনামে (লাও পিডিআর-এর সমবর্তী) এবং ২০১৫-২০২১ সাল পর্যন্ত মেক্সিকো (কোস্টারিকা, ইকুয়েডর, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা এবং পেরু)’তে (সমবর্তী) রাষ্ট্রদূত হিসাবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, কনস্যুলার রাজনৈতিক অনুবিভাগে এবং প্রটোকলে দক্ষতা ও নিষ্ঠার সাথে বিভিন্ন শাখায় সহকারী সচিব, পরিচালক ও মহাপরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

জনাব সুপ্রদীপ চাকমা সরকারী চাকরি হতে অবসর গ্রহণের পর উন্নয়ন কর্মকাণ্ডের পেশাগত অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন সময় উন্নয়ন কর্মকান্ডে জড়িত ছিলেন।

জনাব সুপ্রদীপ চাকমা দেশে-বিদেশে অনেক প্রতিষ্ঠান ও বিশ্বদ্যিালয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন। তন্মধ্যে বৈদেশিক পরিষেবা প্রশিক্ষণ (১৯৮৮-৮৯), মৌলিক সরকারী  প্রশিক্ষণ বিপিএটিসি-তে (১৯৮৯-৯০), প্যারিসে ফরাসি ভাষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ (১৯৯০-৯২), এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ (এপিসিএসএস) ২০০১ প্রভৃতি উল্লেখযোগ্য।

জনাব সুপ্রদীপ চাকমা প্রাক্তন রাষ্ট্রদূত গ্রুপ Association of Foreign Ambassadors (AOFA) সদস্য, জগন্নাথ হল অ্যালামনাই এর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিল অ্যালামনাই এর সভাপতি।

তাঁর প্রিয় শখের মধ্যে সমসাময়িক কালের তুলনামূলক অধ্যয়ন এবং আধ্যাত্মিক উন্নয়ন ছাড়াও অবসর সময়ে গান শোনা, চিত্রাঙ্গন করা বিশেষ উল্লেখযোগ্য।

পারিবারিক জীবনে জনাব সুপ্রদীপ চাকমা ও মিসেস নন্দিতা চাকমা দুই সন্তানের জনক।