প্রকল্প পরিচালকের সংক্ষিপ্ত জীবনী
প্রকল্প পরিচালকের নাম মো: আবদুল আজিজ, 05 মার্চ 1959 সালে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) অর্জন করেন। 17 এপ্রিল 1980খ্রি: তারিখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। পরবর্তীতে 24 সেপ্টেম্বর 2001খ্রি: তারিখে পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। দ্বিতীয়বার পদোন্নতি পেয়ে 14 ফেব্রুয়ারি 2013খ্রি: তারিখ নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে “বান্দরবান পার্বত্য জেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন (প্রকল্প কোড নং-224095800)’’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে 08 মে 2018খ্রি: তারিখ দায়িত্ব গ্রহণ করেন।