জনাব আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, ১১ জানুয়ারি ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। স্কুল ও কলেজ জীবন শেষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রী অর্জন করেন। তিনি ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। তিনি ০৮ মার্চ ২০১৮ তারিখ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ইউনিট অফিস, বান্দরবানে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে। তিনি ১৫ নভেম্বর ২০১৮ খ্রি: তারিখে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ (কোড নং-২২৪০৯৫৬০০) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।